বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

উইজডেন ইন্ডিয়ার এশিয়া সেরা একাদশে জায়গা হলো সাকিব-মুশফিক-মুস্তাফিজ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : বিশ্ব ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিং অনুযায়ী এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে উইজডেন-ইন্ডিয়া। 
সেরা একাদশে আছেন  বাংলাদেশের  তিন  ক্রিকেটার  অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমান। 
সেরা একাদশে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের তিনজন করে এবং  আফগানিস্তানের  দু’জন  থাকলেও  জায়গা হয়নি  শ্রীলংকান কোন 
ভারতের তিন ক্রিকেটার বিরাট কোহলি-রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ আছেন। পাকিস্তানের  আছেন ফখর জামান-বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি । আফগানিস্তানের মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান।
উইজডেন-ইন্ডিয়ার এশিয়ার সেরা ওয়ানডে একাদশ : ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।