বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী প্রাথমিক দল 

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য  আসন্ন  আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   
আগামী  ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। 
জিম্বাবুয়ে যাওয়ার আগে সিলেটে নিজেদের মধ্যে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে নারী দল।  তার  আগে মিরপুরে এক সপ্তাহব্যাপি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ১১ অক্টোবর পর্যন্ত হবে ব্যাট-বলের লড়াই। 
বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। 
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রাথমিক দল : মুরশিদা খাতুন, শামীমা সুলতান, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সানজিদা আখতার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়