নয়া দিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ১৫৭ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারত। ভারতের এমন জয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী।
সামাজিক যোাগাযোগ মাধ্যম টুইটারে ১শটি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক টেন্ডুলকার লিখেন, ‘দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ভারত। একবার নয়, বারবার ঘুরে দাঁড়িয়েছে ভারত। চতুর্থ দিনে ইংল্যান্ড উইকেট না হারালেও পঞ্চম দিনে তাদের হারাল ভারত। এখনও অনেক এগোতে হবে। ৩-১-এ সিরিজ জিতুক ভারত।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি গাঙ্গুলী লিখেছেন, ‘দারুণ জয়, চাপ নিয়ে খেললো ভারত। এই কারণেই ভারত অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে।’