লন্ডন, ৬ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : ২০২৬ সালের পর বিশ্বের টেস্ট খেলুড়ে দলের সংখ্যা কমে যাবে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
তার দাবি, ২০২৬ সালের পর টেস্ট খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। টেস্টের প্রতি আগ্রহ থাকতে পারে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। তাই এই পাঁচ দল ছাড়া আর কোন দেশের টেস্ট খেলার আগ্রহ থাকবে না বলে মনে করেন পিটারসেন। এই পাঁচ দলের সাথে বাংলাদেশকে রাখেননি পিটারসেন।
টুইটারে টুইট করে পিটারসেন বলেন, ‘এমন টুইট খুবই দুঃখজনক। কিন্তু আমি মনে করি, সত্যিই এটা ধীরে ধীরে ঘটতে যাচ্ছে। ২০২৬ সালে অল্প কয়েকটা টেস্ট খেলুড়ে দেশ থাকবে। ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া। হয়তো দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানও খেলবে।’
বাংলাদেশের মত প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডও বড় ফরম্যাটে ম্যাচ খেলার আগ্রহ হারাবে বলে ধারনা পিটারসেন। আরও আছে শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজও।
টেস্টের জনপ্রিয়তা বাড়াতে ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।