BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩২

পিরোজপুরে সমুদ্রগামী মাছধরা ট্রলারগুলো অত্যাধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে

পিরোজপুর, ২৫ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুর জেলার ট্রলারগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি ট্রলারে বসানো হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন জিএসএম। জেলার ৪শত ৫০টি নিবন্ধিত ট্রলারের মধ্যে ২৫০টিতে আগামী মাসের ১ তারিখ থেকে এ জিএসএম বসানোর কাজ শুরু হবে।
এ প্রযুক্তি ব্যবহার করে অফিসে বসেই ট্রলারগুলোর অবস্থান নিশ্চিত হওয়া যাবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ব্যা-ইউথ নিয়ে এ জিএসএম এর সাথে সংযুক্ত করা হবে, ফলে গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কার্যকর নয়, সেখানেও ইন্টারনেটের মাধ্যমে ট্রলারগুলোর সাথে সংযুক্ত থাকা যাবে। পিরোজপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ জিএসএম বসানোর কাজ আগামী মাসের ১ তারিখ থেকে পিরোজপুরে শুরু হবে। ঝড়, জলোচ্ছাস, সাগরে গভীর নি¤œচাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা এতদিন জেলেদের কাছে পৌঁছানো অসম্ভব ছিল বিধায় বিভিন্ন সময় তারা দুর্যোগের কবলে পরে প্রাণ হারাতো এবং জালসহ ট্রলার ডুবে সম্পদের ক্ষতি হত। এ জিএসএম কার্যকর হবার সাথে সাথে এ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীর সমুদ্রে ট্রলারগুলোর অবস্থান শনাক্ত করতে পারবে এবং তাদের সতর্কবার্তা প্রেরণ করা সহজ হবে। এছাড়া কোন কারণে কোন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে বা দুর্ঘটনায় পতিত হলে সেসব ট্রলারের অবস্থান নিশ্চিত হয়ে তাদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়