বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৭

জনসাধারণের ব্যাপক সাড়া পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদী আখতার হোসেন

রংপুর-৪ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বৃহস্পতিবার রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপতি গ্রামে ‘শাপলা কলি প্রতীকের নির্বাচনী উঠান সভার পর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

রংপুর, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘ঘরে ঘরে যাওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে আমরা যে বিপুল সাড়া পাচ্ছি, তাতে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে শাপলা কলি প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপতি গ্রামে ‘শাপলা কলি প্রতীকের নির্বাচনী উঠান সভার পর স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, রংপুর-৪ আসনে একটি দলের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। এজন্যই তারা সাধারণ মানুষসহ এনসিপি এবং জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার পথ বেছে নিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। পীরগাছা উপজেলায় এনসিপি সমর্থক, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের পুরোনো ধারায় প্রচারণা চালাবেন না। বরং নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রচারণা চালাবেন। নতুন বাংলাদেশে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।

আখতার হোসেন বলেন, দেশজুড়ে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সহিংসতার রাজনীতি বন্ধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেই মূল ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির আবদুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলার যুগ্ম সমন্বয়কারী আবু রেজা এবং কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।