বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৪৭৭ মামলা

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৭৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮৮ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৫ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩০ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৯ টি, ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৬৩ টি,ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৪৮ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫৮ টি,  ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৬ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৪৩৫ টি গাড়ি ডাম্পিং ও ২১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।