শিরোনাম

রাজশাহী, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ২৮ জানুয়ারী রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় গতকাল রাতে চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।
তিনি বলেন, আগামী ২৮ জানুয়ারী দলের চেয়ারম্যান তারেক রহমান নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন, যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ২৮ জানুয়ারী দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন।
বৈঠকে রাজশাহী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৪ আসনের বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।