বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই টেকসই উন্নয়ন সম্ভব : সেলিমুজ্জামান সেলিম

সেলিমুজ্জামান সেলিম শুক্রবার গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর-কাশিয়ানী উপজেলার কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব।

শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নবাসী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া ইসলাম মেঘলা, মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নার্গিস আক্তার, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।