শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগে ইভ্যালির এই দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চলমান তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশ এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হবে এবং তদন্তের অংশ হিসেবে পুলিশ আরও আইনগত পদক্ষেপ গ্রহণের আবেদন জানাবে।
গ্রেপ্তার ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একসময় বাংলাদেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করে পণ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
উল্লেখ্য, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন এর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন।