বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৮

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬ 

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পুলিশ সদরদপ্তর সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনের অভিযানে গ্রেফতারের পাশাপাশি সারাদেশ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ ও ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সারাদেশে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।