শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে জাল ও সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট (মাছ ধরার ছোট নৌকা) জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে বাঁশখালী থানার খাটখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় বাঁশখালী কোস্ট গার্ড কন্টিনজেন্ট।
অভিযানকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি তা অমান্য করে দ্রুতগতিতে পার্শ্ববর্তী নদীর তীরে ভিড়ায়। এরপর বোটে থাকা লোকজন লোকালয়ে পালিয়ে যায়।
পরে বোটটি তল্লাশি করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল এবং ২ হাজার ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ বোটটি জব্দ করা হয়।
পরবর্তীতে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোটটি থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়।
এছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।