বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): ‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, ‘রোজা, নামাজ, হজ কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন'-এক বিএনপি নেতাকে উদ্ধৃত করে ফেসবুকে ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিসের বক্তব্য।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ‘রোজা, নামাজ, হজ’ নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।