শিরোনাম

খুলনা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা বিভাগে এবার ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা নতুন তালিকায় যুক্ত হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮০১ জন ভোটার। একইভাবে বিভাগে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১৪৯টি।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা জেলায় মোট ৬টি সংসদীয় আসনে ভোটার বেড়েছে ১ লাখ ১ হাজার ৪৫৩ জন। ভোটার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে জেলায় ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে ৪৭টি এবং ভোটকক্ষ বেড়েছে ৫৪৩টি।
এই সূত্র জানান, আসনভিত্তিক হিসাবে খুলনা-৪ আসনে নতুন ভোটার যুক্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি, ২৩ হাজার ৩০০ জন। এর পরেই রয়েছে খুলনা-৫ আসন, যেখানে ভোটার বেড়েছে ১৯ হাজার ৫৭৯ জন। খুলনা-৬ আসনে যুক্ত হয়েছেন ১৮ হাজার ১৫ জন, খুলনা-১ আসনে ১৬ হাজার ৮৩৮ জন, খুলনা-২ আসনে ১৫ হাজার ২২ জন এবং খুলনা-৩ আসনে তুলনামূলক কম, ৮ হাজার ৬৯৯ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।
বিভাগজুড়ে নতুন ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৭৫৮ জন, আর পুরুষ ভোটার বেড়েছে ৪ লাখ ১১ হাজার ৯৮৬ জন। বিভাগজুড়ে মোট ভোটকক্ষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭৫টিতে।
খুলনা জেলার আসনভিত্তিক ভোটারের হিসাবেও এসেছে বড় পরিবর্তন। এর মধ্যে খুলনা-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন, খুলনা-২ আসনে ৩ লাখ ৩৫ হাজার ২৪১ জন, খুলনা-৩ আসনে ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন, খুলনা-৪ আসনে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন, খুলনা-৫ আসনে ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন এবং খুলনা-৬ আসনে সর্বাধিক ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন ভোটার রয়েছে। এই ছয় আসনে মোট পুরুষ ভোটার ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন, নারী ভোটার ১০ লাখ ৫৪ হাজার ৮৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৯ জন। পুরো জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪০টি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়েও আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন অফিসের খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের ভোটার ও ভোট কেন্দ্রের এই হিসেব দেন। তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন কাজে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সভা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলেছে দ্রুতগতিতে।