শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রতি লাখ টাকায় মাসে দুই থেকে তিন হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর নামে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশ গতকাল দুপুরে পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকা থেকে একাধিক মামলার এজাহারনামীয় আসামি আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)-কে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের সমিতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়। তারা সাধারণ জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করলেও পরবর্তীতে আমানতকারী ও বিনিয়োগকারীদের প্রতিশ্রুত লভ্যাংশ ও মূল টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করে।
মুগদা থানা সূত্রে জানা যায়, এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত রুজুকৃত মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে মুগদা থানায় তিনটি প্রতারণা মামলা রয়েছে।