শিরোনাম

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আজ রাজধানীর নবাবগঞ্জ পার্ক সংলগ্ন এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় ৮০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং আর্তমানবতার সেবায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দুস্থ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বিজিবি সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, ঢাকা শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মো. কামরুল হাসান, ঢাকা ফোর্স সাপোর্ট উইং-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।