শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শতভাগ অনলাইন সেবা প্রদানের যাত্রায় প্রবেশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা প্রদানের যাত্রায় প্রবেশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
১ জানুয়ারি, ২০২৬ তারিখ থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করে ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড একটি পরিপত্র জারি করে। সেই অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সকল ইউপি অনলাইনে জারি করা হচ্ছে। এর ফলে আজ থেকে ম্যানুয়ালি ইউপি আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সকল সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে গত ১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে জাতীয় রাজস্ব বোর্ড সিবিএমএস নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে। এই সফটওয়্যার ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অনুমোদিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউপি গ্রহণ করতে পারছে। অনলাইনে ইউপি গ্রহণের ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানসমূহকে আর কাগজভিত্তিক আবেদন করা বা সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজনীয় থাকছে না। সিবিএমএস একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও প্রযুক্তি নির্ভর সফটওয়্যার সিস্টেম, যার মাধ্যমে ইউপি সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, অনুমোদন কার্যক্রম সম্পূর্ণ অনলাইনভিত্তিতে সম্পন্ন হচ্ছে।
সিবিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে- ইউটিলাইজেশন পারমিশন সংক্রান্ত সেবা প্রদানে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি ডকুমেন্ট জমা দেওয়ার জটিলতা বন্ধ হবে অর্থাৎ ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ কমে আসবে। আবেদন প্রক্রিয়া সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসা-বান্ধব হবে। কাস্টমস বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ, নজরদারি ও অডিট কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
এর ফলে বন্ড সংক্রান্ত বিভিন্ন মামলা ও বিবাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।