বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৬:১১

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশা চালক মোহাম্মদ নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত আশিক (২১)।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।