শিরোনাম

ঢাকা, ০১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি বিকল ফিশিং বোটসহ আট জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
ফিশিং বোটটির নাম এমভি মায়ের দোয়া।
সিয়াম-উল-হক বলেন, গত ২৮ ডিসেম্বর সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানার গোলবুনিয়া ঘাট থেকে এমভি মায়ের দোয়া নামে একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরে দুপুর ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।
তিনি আরও জানান, তিন দিন সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে বোটের একজন জেলে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
সিয়াম-উল-হক বলেন, গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফিশিং বোটটি উদ্ধারে অভিযান চালায় নিজামপুর কোস্ট গার্ড স্টেশন।
তিনি আরও বলেন, এই অভিযানে আট জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করা হয় এবং বোটের ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।