বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০২

খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর সিটি করপোরেশনের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

রংপুর, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম উজ্জ্বল নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রংপুর সিটি করপোরেশন।

এক শোকবার্তায় সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আশরাফুল ইসলাম মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, রাজনৈতিক সহযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের অন্যতম নির্মাতা। তিনি দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন এবং তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। জাতীয় রাজনীতিতে তাঁর কৃতিত্বপূর্ণ নেতৃত্ব, গণতান্ত্রিক চর্চা সুদৃঢ়করণে ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় উল্লেখ করা হয়, তাঁর নেতৃত্বে দেশের নারী সমাজ নতুন করে আত্মবিশ্বাস ও প্রেরণা লাভ করে। জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। দীর্ঘদিন রোগব্যাধি ও শারীরিক ভোগান্তির মধ্যেও দেশ ও মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ ও আন্তরিকতা অটুট ছিল।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, প্রাজ্ঞ নেতা এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যক্তিত্বকে হারালো—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

রংপুর সিটি করপোরেশন পরিবার মরহুমার অনন্ত শান্তি কামনা করছে এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছে—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।