শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫(বাসস) : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশ একজন অসামান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে, যা জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় আরো বলা হয়েছে,আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় তার অদম্য ইচ্ছাশক্তি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।