শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শোক বিরাজ করছে। বেগম জিয়ার মৃত্যুতে সকর শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে শোক জানিয়ে তার জন্য দোয়া ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।’
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কবি মাহবুব মোর্শেদ ফেসবুকে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়াকে জাতি তার প্রাপ্য সম্মান ও মর্যাদার সঙ্গে বিদায় জানাতে পারবে, এর চেয়ে স্বস্তির খবর আর নেই।’
বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতবাসী করুন। এই শোকের দিনে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
বিএনপি’র প্রেস টিমের প্রধান ও সিনিয়র সাংবাদিক ড. সালেহ শিবলী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মধুময় ভুবন, দেশ-জনতার অসামান্য অভাবনীয় ভালোবাসার নিবিড় নিবিষ্ট বন্ধন ছিন্ন করে বর্ণাঢ্য বিভায় উদ্ভাসিত এক মহা প্রাণের দুনিয়া সফরের চির চির সমাপ্তি ঘটেছে। শতাব্দীর অসম সাহসী, দ্যুতিময় মহীয়সী নারীর মহা অবসানের এই এমন শোকাতুর দিনে কাঁদছে বাংলাদেশ। কাঁদে বাতাস বিধুর, আসমান জমিন। সর্বময় মানুষের প্রাণভোমরা, তুলনা রহিত নিকষিত দেশপ্রেমিক, এই মৃত্তিকার কিংবদন্তি, আপসহীন বিস্ময়কর মহাজীবন ছিল তাঁর। সোনার পাখি বেগম খালেদা জিয়া উড়ে গেছেন সুবাসিত জোছনার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান রাব্বুল আ’লামিন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. তারিকুল ইসলাম লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারাল একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে, আর অসংখ্য মানুষ হারাল এক অনুপ্রেরণার নাম। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার সকল গুনাহ মাফ করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন, আমিন। বাংলাদেশের ইতিহাসে তার নাম চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। রুহের মাগফেরাত কামনায় গভীর শোক ও শ্রদ্ধা!’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম শোক জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আপোসহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ানুল বারী জিয়ন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এ দেশের জন্য আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তা এ দেশের জনগণ যুগে যুগে স্মরণ করে যাবে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে রাখুন।’
উল্লেখ্য, বাংলাদেশের আপসহীন নেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন।