শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে যে “বাংলাদেশ মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করছে। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করছে।”