শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
আজ এক শোকবার্তায় ইআরএফ জানায়, মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
ইআরএফের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বঞ্চিত হলো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের রাজনীতিকের প্রয়াণে জাতীয় জীবনে এক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ইআরএফ আরও জানায়, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দায়িত্ব পালন করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন। বিশেষ করে নব্বইয়ের গণআন্দোলনে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোকবার্তায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া জানায় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।