বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬

খালেদা জিয়ার মৃত্যুতে আইবিসিসিআই’র শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।

আজ এক শোকবার্তায় সংগঠনটি জানায়, জনসেবায় তাঁর অদম্য নিবেদন ও গণতন্ত্রের প্রতি অটল প্রতিশ্রুতি দেশের ইতিহাসে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অসংখ্য প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন এবং নেতৃত্বে নারীর পথ সুগম করেছেন। তাঁর সাহস ও ধৈর্য প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে।

শোকবার্তায় আরও বলা হয়, রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে খালেদা জিয়া অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের সঙ্গে তা মোকাবিলা করেছেন। তিনি নিরলসভাবে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা এবং গণতন্ত্রের প্রতি অটল প্রতিশ্রুতি চিরস্মরণীয় হয়ে থাকবে।

আইবিসিসিআই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার, অনুসারী এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছে।