বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকের ছায়া

ছবি: বাসস

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে হারানোর সংবাদে আজ সকাল থেকেই কার্যালয় প্রাঙ্গণে জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে শোকের মাতম বইছে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় আগামী সাত দিন প্রতিটি কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ সকাল থেকেই বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। প্রিয় নেত্রীকে শেষবারের মতো স্মরণ করতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।