বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:০১
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:০২

খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি: আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন আমান উল্লাহ আমান।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে এ কথা বলেন তিনি।

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি একজন আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি।

তিনি সবসময় বলেছেন, বাংলাদেশের মানুষ ও মাটিই তাঁর আপন ঠিকানা, এর বাইরে তাঁর কোনো ঠিকানা নেই।

আমান উল্লাহ আমান বলেন, শত নির্যাতন ও নিপীড়নের মুখেও তিনি দেশ ছাড়েননি। মিথ্যা মামলা ও সাজা দিয়ে তাঁকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছে। এমনকি স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাঁকে অসুস্থ করে তোলা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন জানানো হলেও তৎকালীন সরকার সে সুযোগ দেয়নি।

তিনি আরও বলেন, আজ তাঁর মৃত্যুতে সারা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতি আজ তাঁর অবদান মূল্যায়ন করবে। দেশের জন্য, মানুষের জন্য তিনি যে কাজ করে গেছেন সেই উসিলায় আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় মানুষের যে ঢল নেমেছিল, ইতিহাসে তা বিরল। আজ বেগম খালেদা জিয়ার প্রতিও মানুষের ভালোবাসা, মমত্ববোধ ও শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।