শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় এফবিসিসিআই জানায়, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান এবং দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞতচিত্তে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, দেশপ্রেমিক ও আপসহীন নেত্রীকে হারালো।
শোকবার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া তাঁর সাহসী নেতৃত্ব ও নিরবচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে জাতিকে সবসময় মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছেন। বিভিন্ন ক্রান্তিলগ্নে ব্যবসায়ী সমাজও তাঁর পাশে থাকার অভিজ্ঞতা লাভ করেছে।
এফবিসিসিআই মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস দান করেন। শোকবার্তায় এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।