শিরোনাম

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর উত্তরার সাতটি থানার এনসিপি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন এবং প্রার্থীর প্রতি তাদের সমর্থন ও আস্থা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বাসসকে বলেন, বৃহত্তর উত্তরাবাসীর নাগরিক মর্যাদা, নিরাপত্তা ও কর্মসংস্থানের উন্নয়নই তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, মাঠভিত্তিক প্রচারের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চান। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই তার অঙ্গীকার।
অন্যদিকে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি জোট প্রার্থী আরিফুল ইসলামের প্রতি সমর্থন জানিয়ে দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বৃহত্তর উত্তরার জনগণ তাকে নির্বাচনে সমর্থন দেবেন।