বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ০০:৩২

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১৬৪২ মামলা

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ১৬৪২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৩৪১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ২৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার  ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।