বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ০০:০৫

পটুয়াখালীর ৪টি আসনে ভিপি নূরসহ ২৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মো. নুরুল হক  (ভিপি নূর) সহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-১ আসনে ৯ জন, পটুয়াখালী-২ আসনে ৬ জন, পটুয়াখালী-৩ আসনে ৭ জন এবং পটুয়াখালী-৪ আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিএনপি মনোনীত আলতাফ হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ সাইয়েদুর রহমান, এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাব, জামায়াতে ইসলামীর মো. নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম, জাসদের গৌতম চন্দ্র শীল, জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন মঞ্জু।

পটুয়াখালী-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিএনপি মনোনীত মো. সহিদুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেক হোসেন, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের মুহাম্মদ আইউব, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান এবং এবি পার্টি মনোনীত মো. রুহুল আমিন।

পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু বক্কর ছিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন, গণঅধিকার পরিষদ মনোনীত মো. শহিদুল ইসলাম ফাহিম, জামায়াতে ইসলামী মনোনীত মুহম্মদ শাহ আলম, গণঅধিকার পরিষদ মনোনীত ভিপি নূর (মো. নুরুল হক) এবং স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক।

পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিএনপির এ বি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের ডা. জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল কাইউম এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান।

জেলা নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।