শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের তালিকাভুক্ত সব সশস্ত্র সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের স্বল্পতম সময়ের মধ্যে গ্রেফতার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পারওয়ার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সশস্ত্র সন্ত্রাসীদের তালিকা রয়েছে। এখন দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ওসমান হাদীর ওপর হামলার প্রসঙ্গ টেনে এই জামায়াত নেতা বলেন, গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন আগেই হাদী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের একজন সক্রিয় যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, এই দায় এড়ানোর সুযোগ নেই।
দুপুর ৩টায় শুরু হওয়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।