বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:১৪

শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব: মিনু

ছবি : বাসস

রাজশাহী, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু এ কথা বলেছেন।

আসন্ন জাতীয় নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি আমাদের মা। আল্লাহ তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, যাতে তিনি গণতন্ত্র সুপ্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নে আগের মত ভূমিকা রাখতে পারেন।

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি, শাহমখদুম থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি (উত্তর)-এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আনসার আলী।

এ ছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।