বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২৩:২৮

গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা

রাজশাহী, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক বৃহস্পতিবার রাতে বাসসকে সাজিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

এর আগে রাত ৮টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে নেওয়া তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

গত বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। সে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।

শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য সন্ধ্যা থেকে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪২ ফুট গর্ত করেও বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। অবশেষে রাত ৯ টার পরে ফায়ার সার্ভিসের যৌথ টিম ৬০ ফুট মাটি গর্ত থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।