বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০২

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হল মো. জসিম উদ্দিন (৩৫), মো. রানা (২০), মো. ফজলে রাব্বী (২০), মো. আশিক দেওয়ান (২০), মো. সাইদুল ইসলাম (২০), মো. জহিরুল ইসলাম (২৭) ও মো. বেলাল হোসেন (৩২)।

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উত্তরা পূর্ব থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করে। এরপর তাদেরকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়। 

এর মধ্যে ১ নম্বর আসামিকে ৩০ দিন কারাদণ্ড; ২, ৩ ও ৪ নম্বর আসামিদের ২০ দিন করে কারাদণ্ড; ৫ নম্বর আসামিকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ ও ৭ নম্বর আসামিকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।