শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : কবি ও চিন্তক এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের প্রকাশনা এবং পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কবি, গবেষক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক শামস আরেফিন। তিনি বলেন, কালচারাল ফ্যাসিস্টরা ব্যক্তিগত সুবিধা নিয়ে রাজনৈতিক দাসে পরিণত হয়েছিল। ফলে জুলাইয়ে সেসব দাস বুদ্ধিজীবীরা ব্যর্থ হয়েছে। কলোনিয়াল মনোজগত পরিবর্তন ছাড়া স্বাধীন রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে এনামূল হক পলাশ সেসব বিষয় বইটিতে তুলে ধরেছেন। এ ছাড়া যেসব কালচারাল টাউটরা বয়ান উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে এই বই একটা দলিল। পুরো বইটা এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি নকিব মুকশি, সৈয়দ ওয়ালী, আকরামুল হক, মাসুম মুনাওয়ার এবং অভ্র ভট্টাচার্য।
তারা প্রত্যেকেই বইটির ভাবনা, তাত্ত্বিক প্রেক্ষাপট এবং সমকালীন সাংস্কৃতিক বাস্তবতার গুরুত্বসহ সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আলোচনা উপস্থাপন করেন।
বক্তারা আরও বলেন, এনামূল হক পলাশ তার বইয়ের শিরোনামে যেমন স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তেমনি পুরো গ্রন্থজুড়ে সাংস্কৃতিক ঐক্য, জনগণের চেতনা এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঠকের সামনে নতুন আলাপের পথ খুলে দিয়েছেন। বইটির ভাষা, যুক্তি ও বিশ্লেষণ- সমসাময়িক পাঠকের কাছে সমাজ-সংস্কৃতি ভাবনার একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়ে উঠবে।
জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতার ও ডায়েরি অবলম্বনে প্রকাশিত ‘বুলডোজার’ বইয়ের লেখক মাহথির বিন খালেদ তার বই লেখার গল্প শোনান উপস্থিত লেখক ও শ্রোতাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঈন মুনতাসীর, উদয়ন রাজীব, সুমগ্ন সৌর, আজিম হিয়া, নিশাত ফারজানা, মোশাররফ হোসাইন, আমিনুর রহমান পাশা, নোমান প্রধান, আহমেদ তোফায়েল, এহসানুল হক, অনার্য শান্ত, সানাউল্লাহ সাগর, মুহাম্মদ হাসিনুল আলম সুজন, রহমান ইমন, সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ, ফরিদ উদ্দিন রনি ও প্রকাশক মাহ্দী আনামসহ অনেকে।
অনুষ্ঠান গ্রন্থনা ও সঞ্চালনা করেন পলিয়ার ওয়াহিদ।
প্রবন্ধের গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা।