শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পুরনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকা ক্ষতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
জামিন পাওয়া অপর দুইজন হলেন— পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ ও সাবেক পরিচালক ফজলে কবির।
আজ (বুধবার) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে দু’টি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ লিজ নিয়েছিল। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উড়োজাহাজ সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকে আরেকটি ইঞ্জিন ভাড়া আনা হয়। দেড় বছরের মধ্যে সেটিও নষ্ট হয়। এরপর আরও একটি ইঞ্জিন ভাড়া আনা হয়, যা পরে নষ্ট হয়ে যায়। এই ইঞ্জিন মেরামতের জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়।
কোনো সময় নির্দিষ্ট না থাকায় ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানি অর্থাৎ উভয় পক্ষকে অর্থ দিতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। ফলে উড়োজাহাজ দু’টির জন্য রাষ্ট্রের ক্ষতি হয় ৭৪১ কোটি টাকা।
এই ঘটনায় ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রথমে ১৬ জনকে অভিযুক্ত করা হয়।
এর মধ্যে বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল মারা যান। পরে আরও সাতজনকে অভিযুক্ত করে মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
গত ৫ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। মামলায় পলাতক থাকা সাবেক বিচারপতি এএফএম মেজবাউদ্দিনসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।