বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৪

বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত

বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের বৈষ্ণব কবি ধামাইল গানের জনক মরমী লোককবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবসে দুই দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রে কবির জীবন ও সাধনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাধারমণ দত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, জেলা কালচালার অফিসার মনঞ্জুরুল হক চৌধুরী। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট মুরারি চাঁদ কলেজের অব. উপাধ্যক্ষ লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, সুনামগঞ্জ পিটিআই এর সুপারিনটেন্ট লেখক ও গবেষক দীপংকর মোহাস্ত প্রমুখ। 

এসময় জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

বিকাল ৫টায় গুণীজন সংবর্ধনা অনুষ্টিত হয়। সন্ধ্যা ৬টায় ভাইবে রাধারমণ বলে শীর্ষক রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় রাধারমণ দত্তের গান, বিভিন্ন অঞ্চলের আমন্ত্রিত ধামাইল দলের পরিবেশনায় ধামাইল গান অনুষ্টিত হয়েছে।