বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ২০:৩৫

বাংলা একাডেমিতে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার মঙ্গলবার

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলা একাডেমিতে আগামীকাল মঙ্গলবার ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হচ্ছে।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে সূচনা বক্তৃতা দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। 

এছাড়া অধ্যাপক ফিরদৌস আজিমের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য রাখবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান।