শিরোনাম

রংপুর, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউআর) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আজ বলেছেন, শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনাকে বাঁচিয়ে রাখার একটি অনন্য প্রতীক হবে।
তিনি বলেন, "শহীদ আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন বীর সন্তান। তার স্মৃতিস্তম্ভ নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সমগ্র দেশের মানুষ তার অবদানকে নতুন করে জানতে পারবে।" একই সাথে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতাও বৃদ্ধি পাবে।
শহীদ আবু সাঈদ চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ত্রিমাত্রিক মডেল প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে জিয়াউদ্দিন আহমেদ বলেন, জাতি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তিনি বলেন, "শহীদ আবু সাঈদের অসামান্য আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা কেবল একটি স্থাপত্য স্মৃতিস্তম্ভই হবে না, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমিক হতে অনুপ্রাণিত করতেও ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তিনটি প্রদর্শিত নকশা থেকে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে নির্মাণ কাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, রংপুরের ডেপুটি কমিশনার, স্থপতি ও প্রকৌশলী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।