বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় একটি দেশ: আমীর খসরু 

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জার্মানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘জার্মানি ভবিষ্যতের বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে দেখছে। তবে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই বিদেশি বিনিয়োগের জন্য অপরিহার্য।’

বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। জার্মানির সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার বিষয়ে কথা হয়েছে, বিশেষ করে আইটি, ম্যানুফ্যাকচারিং ও এআই খাতে।

জাতীয় ঐকমত্য কমিশনে যতটুকু ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেছেন, ‘ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপি’র দেওয়া অনেক বিষয় আছে যেখানে ঐকমত্য আসেনি, আমরা তা মেনে নিয়েছি, তাই সব দলকেও মেনে নিতে হবে। 

সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় কূটনীতিকদের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কোনো কূটনীতিক কোথায় মিটিং করবেন, সেটা তাদের ব্যাপার। আমাদের মাথাব্যথার কিছু নেই।’