শিরোনাম
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী ও রংপুর বিভাগে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার আজ ৯১ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানীর ইআরডি কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, ‘এই প্রকল্প আধুনিক স্মার্ট প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কে টেকসই, স্থিতিস্থাপক ও ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং এর মাধ্যমে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে।’
তিনি আরও বলেন, প্রকল্প জলবায়ু সহনশীল অবকাঠামোকে শক্তিশালী, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জরুরি আশ্রয়কেন্দ্রে সৌরবিদ্যুৎ নির্ভর ব্যাকআপ সিস্টেম স্থাপনের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতিতে বিশেষ করে প্রত্যন্ত নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী নারী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিদ্যুৎ নির্ভর জীবিকা তৈরির সুযোগ সৃষ্টি করবে।
তিনি বলেন, ‘এই উদ্যোগ উত্তর-পশ্চিমাঞ্চলের মতো সুবিধাবঞ্চিত অঞ্চলে ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বৈষম্যও হ্রাস করবে।’
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘নর্থওয়েস্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মডার্নাইজেশন প্রজেক্ট’-এর আওতায় একটি দুর্যোগ পুনরুদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা ও বিদ্যমান ডাটা সেন্টার সম্প্রসারণ করা হবে। এছাড়াও উন্নত ত্রুটি শনাক্তকরণ প্রযুক্তিসহ বুদ্ধিমত্তাসম্পন্ন ইলেকট্রনিক ডিভাইস স্থাপন করা হবে এবং চারটি ট্রান্সফর্মার মেরামত ওয়ার্কশপ আধুনিকায়ন করা হবে। যাতে স্বাস্থ্য, সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নত করা যায়।
এ প্রকল্পের আওতায় ছয়টি নতুন ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ, সংযুক্ত বিতরণ লাইন স্থাপন, সাতটি নতুন সুইচিং স্টেশন তৈরি এবং ১০টি বিদ্যমান ৩৩/১১ কেভি সাবস্টেশন আধুনিকায়ন করা হবে।
এছাড়া গুরুত্বপূর্ণ পাওয়ার কন্ট্রোল সেন্টারে জরুরি ব্যাকআপ বিদ্যুতের জন্য ব্যাটারিসহ রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে এবং চরাঞ্চলের বন্যা আশ্রয়কেন্দ্রে সৌর ফটোভোলটাইক ন্যানো-গ্রিড সিস্টেম বসানো হবে।
রাজশাহী ও রংপুর বিভাগে স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য জাপান সরকারের অর্থায়নে এডিবির জাপান ফান্ড ফর প্রসপারাস অ্যান্ড রিসাইলেন্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক (জেএফপিআর) থেকে ২ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হবে।
জেএফপিআর থেকে পাওয়া এ অনুদান রাজশাহী ও রংপুর বিভাগে দুর্যোগ প্রস্তুতি ও কার্যক্রম সক্ষমতা বাড়াতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আয়-সৃজনমূলক কার্যক্রমকে সহায়তা করে দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং টেকসই প্রবৃদ্ধি সহায়তায় কাজ করছে। জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করে এডিবি উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে জীবনমান উন্নয়ন, উন্নত অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির ৬৯টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে ৫০টি দেশ এই অঞ্চলের।