বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

চাকসু নির্বাচনের আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় ১১ সেপ্টেম্বর

ফাইল ছবি

চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় সভা ডেকেছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার চাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর জন্য প্রণীত খসড়া নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।