বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৮:৪৭

সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): সরকার বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামকে (৮৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ মার্চ পল্টন মডেল থানাধীন গুলিস্থানের ফুলবাড়িয়া এলাকায় মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য এবং সরকার ও রাষ্ট্রের ক্ষতিসাধনের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫০/৬০ জন সক্রিয় সদস্য ও সমর্থকরা সরকার বিবোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। গণজমায়েত হয়ে অজ্ঞাতনামা আসামিরা দেশের সার্বভৌমত্বকে আঘাত ও মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থক হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। এ ঘটনায় পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ।