বাসস
  ১১ আগস্ট ২০২৫, ২০:২৩
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২০:২৫

রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব

পবিত্র কাবায় হজ্ব পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফাইল ছবি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : বেসরকারি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন হাবের আয়োজনে এবারও রাজধানীতে তিনদিনব্যাপী হজ ও ওমরা মেলা শুরু হচ্ছে। 

১৪ আগস্ট থেকে পরবর্তী তিনদিন এ মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। 

এখানে হজ এজেন্সি ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির স্টল থাকছে। 

স্টলগুলোতে পবিত্র হজ ও ওমরার বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এ সংক্রান্ত বই পুস্তিকা ও ভিডিও প্রদর্শিত হবে। 

হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’কে বলেন, প্রতিবছরের মত এবারও ধর্মপ্রাণ মুসলমানদেরকে পবিত্র হজ ও ওমরার সার্বিক বিষয়ে অবগত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উম্মুক্ত থাকবে।  

এদিকে এই মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।