শিরোনাম
ঢাকা (উত্তর), ১১ আগস্ট ২০২৫ (বাসস) : খিলক্ষেত থানা আওয়ামী লীগের বহুল আলোচিত চাঁদাবাজ সাইফুল ইসলাম রনি ওরফে ফরমা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নিকুঞ্জ থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি বলেন, আমরা সমস্ত প্রক্রিয়া মেনে আজ তাকে আলালতে পাঠিয়েছি। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি।
রনির বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে খিলক্ষেত থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া, ঢাকার বিভিন্ন থানাতেও তার নামে অন্তত হাফ ডজন মামলা আছে বলে জানান স্থানীয়রা।
তারা জানান, নিকুঞ্জ টানপাড়া ও জামতলার বাসিন্দাদের কাছে রনি আওয়ামী লীগ সরকারের আমলে ছিল আতঙ্ক। তার অনুমতি ছাড়া এবং তাকে চাঁদা না দিয়ে কেউ এলাকায় কোনো উন্নয়ন কাজ করতে পারত না। রনির এই চাঁদাবাজির মূল আশ্রয়-প্রশ্রয়দাতা ছিলেন তার চাচা আওয়ামী লীগের সাবেক সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনিই স্থানীয় থানার সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে রনিকে ‘ফরমা রনি’ হিসেবে পরিচিত করে তোলেন।