শিরোনাম
ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরা প্রেসক্লাব।
আজ শনিবার দুপুরে উত্তরা পূর্ব থানা প্রবেশ পথের সামনে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উত্তরায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে। সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
উত্তরা প্রেসক্লাব জানায়, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হয় ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটবে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।