বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ২০:৩৪
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২০:৫৮

হাসিনা শুধু স্বৈরশাসক ও ফ্যাসিস্টই নন, মাদকের নেত্রীও ছিলেন : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ শনিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এসব কথা বলেন । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৯ আগষ্ট, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিলো। সমাজ ধ্বংসের নেত্রী ছিলো। এখনো দেশে এবং দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য এ মাদক দিয়ে আমাদের যুব, ছাত্র ও তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর আঘাত হানতে না পারে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সবাই শান্তিতে ঘরে থাকতে পারবেন, ব্যবসা বাণিজ্য পরিচালনাসহ স্বাভাবিক জীবন যাপন সম্ভব হবে।

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির সদস্য এড. হারুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং রায়পুর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আকবর হোসেনসহ।