বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ২০:১৩

রাজধানীতে ৩৯০ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা শনিবার ভোরে গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়ক সংলগ্ন একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ বাইরে পাচার করার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে টহল পুলিশ ঐ এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ি ওই বাসা থেকে বের হলে পুলিশ থামার সংকেত দেয়।

প্রাইভেট কারটি পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে গেলেও ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয় পুলিশ। পরে জিপটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকি ও সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৮টি কার্টনে রাখা মোট ৩৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসময় জিপে থাকা দুইজনকে আটক করা হয় এবং অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।