বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৮:৫৭

কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আগুন

ছবি: বাসস

সাতক্ষীরা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল জানান, কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এরমধ্যে আগুনে অনেক কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে অনেক কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।